Motorola Edge 50 Pro মোবাইটির দাম 27.999 টাকা থেকে শুরু হয়েছে। এই মোবাইলটির দাম এবং ফিচার বিষয়ে সম্পূর্ণ নিচে দেখুন।
Offer: Motorola Edge 50 Pro 5G মোবাইলটিতে 2,000 টাকার অফার রয়েছে। ফ্লিপকার্ট থেকে যদি আপনি এই মোবাইলটি কিনেন তাহলে দুই হাজার টাকা কম দামে কিনতে পারবেন। অবশ্যই আপনারা এই মোবাইলটি কেনার সময় ক্রেডিট কার্ডের দ্বারা পেমেন্ট করতে হবে তাহলে সে আপনারা ২,০০০ টাকা কম দামে কিনতে পারবেন।
Price: Motorola Edge 50 Pro মোবাইলটি দুইটা মডেলে উপলব্ধ রয়েছে।
1/ প্রথম মডেলটি 8 GB RAM+ 256 GB Storage রয়েছে । এই মোবাইলটির প্রকৃত দাম 29,999 টাকা। যদি আপনি এই মোবাইলটি ফ্লিপকার্ট থেকে ব্যাংকের ক্রেডিট কার্ডের দ্বারা ক্রয় করেন, তাহলে আপনারা 2,000 টাকা কম দামে কিনতে পারবেন অর্থাৎ 27,999 টাকায় এই মোবাইলটি কিনতে পারবেন।
2/ দ্বিতীয় মডেলটি 12 GB RAM+ 256 GB Storage রয়েছে। এই মোবাইলটির প্রকৃত দাম 34,999 টাকা। এই মোবাইলটি যদি আপনি ফ্লিপকার্ট থেকে ব্যাংকের ক্রেডিট কার্ড দ্বারা ক্রয় করেন, তাহলে আপনি 2,000 টাকা কম দামে কিনতে পারবেন। অর্থাৎ 32,999 টাকা দিয়ে এই মোবাইলটি কিনতে পারবেন।
Display: Motorola Edge 50 Pro 5G মোবাইলটিতে একটি 6.7-ইঞ্চি, 1.5K 3D- কার্ভ পোলেড ডিসপ্লে রয়েছে। এই মোবাইল স্ক্রিনটি 144Hz রিফ্রেশ রেট, 2000 nits পিক ব্রাইটনেস, HDR10+ এবং 100% DCI-P3 রঙ সমর্থন করে। এই মোবাইলের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল চোখের সুরক্ষার জন্য এসজিএস বৈশিষ্ট্য। এটি নীল আলো নির্গমন থেকে সুরক্ষা প্রদান করবে।
Processor: প্রফেসর দিক থেকে মটোরোলা Edge 50 Pro 5 G মোবাইল একটি উন্নত ধরনের মোবাইল। এই মোবাইলটিতে শক্তিশালী 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 2.63GHz ক্লক স্পিড যুক্ত Qualcomm Snapdragon 7 Gen 3 প্রসেসর যুক্ত করা হয়েছে। এই মোবাইলের আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার হলো, এর সাথে AI ফিচারও দেওয়া হয়েছে।
CAMERA: এই মোবাইলটিতে ক্যামেরায় ফটোগ্রাফিদের জন্য ভালো ফিচার দিয়েছে। এই মোবাইলের ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে OIS ফিশার সহ f/1.9 আপারচা যুক্ত 50 MP মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 13 MP আল্ট্রা ওয়াইড + ম্যাক্রো লেন্স এবং 10 MP টেলি ফটো লেন্স সংযুক্ত করা হয়েছে। এ ছাড়াও সেলফি এবং ভিডিও কলের জন্য এই মোবাইলে 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
BATTERY: এই মোবাইলটি পাওয়ার ব্যাকআপ এর জন্য 125W দ্রুত চার্জিং সাপোর্টেড 4500mAh ব্যাটারি সংযুক্ত করা হয়েছে। তারপর এই মোবাইলটিতে 50 ওয়াট টার্বো পাওয়ার ওয়ারলেস চার্জিং সাপোর্ট করে। এই মোবাইলটি অল্প সময়ের ভিতরে ফুল চার্জ করা যায়। এছাড়াও এই ফোনটিতে 10 ওয়াট ওয়্যারলেস পাওয়ার শেয়ারিং রয়েছে। এই মোবাইলটির 8 GB RAM মডেলে 68 ওয়াট ফাস্ট চার্জিং এবং 12GB RAM মডেলে 125 ওয়াট ফাস্ট চার্জিং
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন