Motorola Edge 50 Ultra
ভারতের বাজারে অতি শীঘ্রই লঞ্চ হবে Motorola Edge 50 Ultra স্মার্টফোন।
সুখবর Motorola একটি Edge সিরিজের নতুন স্মার্টফোন ভারতের বাজারে অতি শীঘ্রই লঞ্চ করতে চলেছে। আগামী 18 জুন 2024 তারিখে ভারতের বাজারে লঞ্চ হবে। এই মোবাইলটির নাম হলো Motorola Edge 50 Ultra । এই মোবাইলটি Flipkart এ উপলব্ধ থাকবে। এই Moto মোবাইলটি একটি বিশেষ ধরনের মোবাইল । AI ফিচার যুক্ত একটি উন্নত মানের মোবাইল। আসুন এই মোবাইলটি কেনার আগে অফার এবং সম্পূর্ণ ফিচার জেনে নেওয়া যাক।
Motorola Edge 50 Ultra মোবাইলের দাম :
মটোরোলার এই ডিভাইসটি একটি ফ্ল্যাগশিপ ডিভাইস।
যদি এই মোবাইলটি 16 GB র্যামের লঞ্চ করা হয় তাহলে এই মোবাইলটির দাম ৫০ হাজার টাকার বাজেটের ভিতরে হতে পারে। যদি এই ফোনটি ২ জিবি র্যামের হয় তাহলে এই ডিভাসটি ৪২ হাজার টাকার বাজেটের ভিতরে হতে পারে।
Motorola Edge 50 Ultra ফোনের স্পেসিফিকেশন
ডিসপ্লে: Motorola Edge 50 Ultra ফোনটিতে একটি উন্নত মানের ডিসপ্লে রয়েছে । এই মোবাইলটিতে 2712×1220 পিক্সেল রেজুলেশন যুক্ত 6.7- ইঞ্চি Full HD + ডিসপ্লে রয়েছে। এই মোবাইলের স্ত্রিন একটি OLED প্যানেল তৈয়ারি। এই মোবাইলের ডিসপ্লে HDR 10+ এবং 2500 nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর: প্রসেসরের দিক থেকে এই মোবাইলটিতে একটি উন্নত মানের প্রসেসর সেটিং দেওয়া হয়েছে। মটোরোলার এই মোবাইলটিতে 14 অপারেটিং সিস্টেমে নির্মিত। যা আন্তর্জাতিক মার্কেটে Qualcomm Snapdragon 8s Gen 3 অক্টাকোর প্রসেসর লঞ্চ করা হয়েছে। এই একই প্রসেসরেই মটোরোলার এই নতুন স্মার্টফোনটি ভারতের বাজারেও লঞ্চ করা হবে ।
মেমৰি: International Market এ এই মোবাইলটি 16 GB RAM এ লঞ্চ হয়েছে, যাৰ সাথে 1 TB Storage দেওয়া হয়েছে। মটোরোলা এই নতুন সিৰিজেৰ মোবাইলে LPDDR5X RAM+ UFS 4.0 Storege কাজ করে। মটোরোলার এই উন্নত মানের মোবাইলটি 16 GB RAM সহ লঞ্চ হবে।
ব্যাটারি: Motorola Edge 50 Ultra মোবাইলটিতে দ্রুত চার্জিংয়ের সুবিধা রয়েছে। পাওয়ার ব্যাকাপের জন্য 4,500mAh Battery রয়েছে, যা 12W Turbo power Speed Charging সুবিধা।
ফ্রন্ট ক্যামেরা: Motorola Edge 50 Ultra স্মার্টফোন সেলফি, ভিডিও কলিং এবং রিল তৈরির জন্য 50MP সেলফি ক্যামেরা সাপোর্ট রয়েছে। এটি F/1.9 অ্যাপারচার যুক্ত Auto Focus টেকনোলজিতে কাজ করে।
মোটামুটি ভাবে Motorola Edge 50 Ultra মোবাইলটি একটি উন্নত মানের মোবাইল। IP68 রেটিং সাপোর্ট রয়েছে। এতে 3 টি মাইক্রো ফোন এবং Dobly Atmos মতো একটি উন্নত ফিচার রয়েছে।
অন্যান্য: Motorola Edge 50 Ultra ফোনটি IP68 রেটিং সাপোর্ট করে। এতে 3 টি মাইক্রোফোন এবং Dolby Atmos স্টেরিও স্পিকারের মতো ফিচার রয়েছে। কানেক্টিভিটির জন্য এই ফোনে Wi-Fi 7, ব্লুটুথ 5.4 এবং NFC এর মতো অপশন রয়েছে।
👇
আরো নতুন খবর পাওয়ার জন্য কমেন্ট করুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন