Atal pension Yojana (শ্রমিকরা পাবে 5 হাজার করে পেনশন)

Atal pension Yojana, online apply atal pension Yojana,atal pension Yojana scheme,atal pension Yojana kaise apply kare, online apply atal pension Yojana, atal pension Yojana benifit

 অটল পেনশন যোজনায় প্রতি মাসে 5 হাজার টাকা পাবেন। শ্রমিকদের জন্য এই যোজনা।
দৈনিক 7 টাকা  বিনিয়োগ করে 5,000 টাকা পাবেন 




অটল পেনশন যোজনা:

ভারতীয় শ্রমিকরা বুড়ো বয়সে কিভাবে সংসার চালাবে তার জন্য কেন্দ্রীয় সরকারে একটি যোজনা নিয়ে এসেছে,যার নাম হলো অটল পেনশন যোজনা। হাজিরা কাম করা ভারতীয় শ্রমিকরা সর্বদা চিন্তা করে। বুড়ো বয়সে কিভাবে সংসার চালাবে? ভারতীয় শ্রমিকদের এই সমস্যা সমাধান করতে বিভিন্ন ধরনের যোজনা আরম্ভ করেছে কেন্দ্রীয় সরকার। তার মধ্যে অন্যতম হলো অটল পেনশন যোজনা।


এই অটল পেনশন যোজনার দ্বারা প্রতি মাসে 5,000 টাকা থেকে, 10,000 টাকা পর্যন্ত পাওয়া যায়, অল্প কিছু টাকা বিনিয়োগ করলে।

কিভাবে আবেদন করবেন, সম্পূর্ণ প্রসেস এখানে জেনে নিন।


বুড়ো বয়সে কিভাবে সংসার চালাবে তা নিয়ে চিন্তায় থাকে গরিব দুঃখী শ্রমিকরা। তাৰ জন্য কেন্দ্রীয় সরকারে প্রধানমন্ত্রী অটল পেনশন যোজনা নিয়ে এসেছে। মাসিক অল্প কিছু টাকা জমা করে প্রতি মাসে 5,000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত পাওয়া যায়। কিন্তু এই টাকা আপনার 60 বছর হোয়ার পর পাবেন।

How to apply atal pension Yojana,atal pension Yojana,atal pension, online apply atal pension scheme, atal pension scheme


অটল পেনশন যোজনা 40 বয়সী পর্যন্ত লোক আবেদন করতে পারবেন। যদি কোন লোক অটল পেনশন যোজনা চলাকালীন অবস্থায় মৃত্যু বরন করে, তাহলে সমস্ত টাকা তার পরিবারের লোকে পাবেন। অবশ্য যার নাম উল্লেখ থাকবে নমিনি হিসাবে, তাকে দেওয়া হবে এই টাকা।

এই যোজনার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো অটল পেনশন যোজনা চালু অবস্থায় যদি কোন ব্যক্তি মৃত্যু হয়, তাহলে এই যোজনার সম্পূর্ণ  টাকা জমা না করলে ও সমস্ত টাকা পাবে তার নমিনি।



18-40 বছর বয়স থেকে এই অটল পেনশন যোজনা আবেদন করতে পারবেন।যদি প্রতি দিন মাত্র 7 টাকা করে জমা করেন। তাহলে,5,000 টাকা করে প্রতি মাসে লাভ করতে পারবেন 


অর্থাৎ 210 টাকা করে জমা করতে হবে এক জনকে। তবে ইচ্ছ করলে এর থেকে বেশি বা কম পরিমাণের টাকা জমা করতে পারবেন।


কোথায় আবেদন করবেন:

নিয়ম অনুযায়ী পোস্ট অফিস বা ব্যাংকে আপনারা অটল পেনশন যোজনা আবেদন করতে পারবেন। যদি আপনি প্রতি মাসে 5,000 টাকা পেনশন পেতে চান তাহলে আপনি দৈনিক 7 টাকা করে জমা করতে হবে।এর থেকে বেশি টাকাও আপনি জমা করতে পারেন। স্বামী ও স্ত্রী দুয়ো জনে জয়েন্ট একাউন্ট খুলে 7 টাকা করে প্রতি দিন জমা করলে 10,000 করে টাকা পাবেন প্রতি মাসে।


অটল পেনশন যোজনার বিষয় সম্পূর্ণ জানতে কমেন্ট করেন 


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Orunodoi 3.0 (অরুনোদই আবেদন আরম্ভ)

Ration Card Add Family Member. (রেশন কার্ডে নতুন সদস্য অন্তর্ভুক্ত করুন)

Pmayg New List 2024