আয়ুষ্মান কার্ড না থাকলেও, ফ্রিতে চিকিৎসা পাবেন।

Ayushman Card, Free Helth Card, Government News, CM Assam, CMO Assam,

 দরিদ্র সীমারেখার তলে বসবাস করা, প্রত্যেক জন মানুষে ফ্রিতে চিকিৎসা সেবা লাভ করবে। এই কথা ঘোষণা করলেন আসামের মুখ্যমন্ত্রী


বর্তমান সময় হঠাৎ করে কিছু দিন থেকে প্রাইভেট হাসপাতাল গুলোতে আয়ুষ্মান কার্ড বন্ধ করে দিয়েছে।

গরিব মানুষের জন্য চিকিৎসার ক্ষেত্রে আয়ুষ্মান কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিন্তু আসাম সরকারে প্রাইভেট হাসপাতাল গুলোতে আয়ুষ্মান কার্ড বন্ধ করে দিয়েছে। আয়ুষ্মান কার্ড বন্ধ হওয়ার ফলে  গরিব মানুষ প্রাইভেট হাসপাতাল থেকে চিকিৎসা না পেয়ে,মুখ ফিরিয়ে চলে আসতাছে । কারণ, প্রাইভেট হাসপাতলে চিকিৎসা করতে অনেক টাকার প্রয়োজন হয়, যে টাকা গরিব মানুষের জন্য অসম্ভব। কেবলমাত্র সরকারি হাসপাতালগুলোতে আয়ুষ্মান কার্ড কার্যকরী  হবে। কিন্তু সরকারি হাসপাতালগুলোতে উন্নত চিকিৎসক, উন্নত চিকিৎসার যন্ত্রপাতি না থাকার জন্য সাধারণ জনসাধারণ নিজস্ব সম্পত্তি বিক্রি করে প্রাইভেট হাসপাতালগুলোতে গিয়ে চিকিৎসার জন্য হাহাকার করছে।

আয়ুষ্মান কার্ড, ফ্রি হেলথ কার্ড, আসাম নিউজ, আসামের খবর,ট্রেনিং নিউজ


কিন্তু কিছু দিন আগে, একটি মিটিং এ আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন যে, যে সকল মানুষের আয়ুষ্মান কার্ড এবং আয়ুষ্মান আসাম কার্ড থাকবে, সেই সকল মানুষ সম্পূর্ণ ফ্রিতে চিকিৎসা সেবা লাভ করবে। এবং কি, দরিদ্র সীমারেখার নিচে বসবাস করা কোনো মানুষের যদি আয়ুষ্মান কার্ড না থাকে তারপরেও সে সম্পূর্ণ ফ্রিতে চিকিৎসা সেবা লাভ করবে।



এই মিটিং এর শেষের দিকে আরও একটি গুরুত্বপূর্ণ কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।তিনি বলেন যে বর্তমান সময়ে ডাক্তার গুলো রোগী দেখার ফিস নিজস্ব হিসাবে বৃদ্ধি করেছে।কিন্তু বিগত 20 বছরে আসাম সরকারে এরকম কোন ধরনের ফিস বৃদ্ধি করেনি। তবে বর্তমান সময়ে বিভিন্ন বয়বস্তুর দাম বৃদ্ধি হওয়াতে কিছুটা বৃদ্ধির কথা ঘোষণা করেছে। কিন্তু এতটা বৃদ্ধির যাতে না হয়, যার দ্বারা গরিব মানুষের ক্ষতি হয় ,তার দিকে নজর দেওয়ার জন্য অনুরোধ করেছে।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Orunodoi 3.0 (অরুনোদই আবেদন আরম্ভ)

Ration Card Add Family Member. (রেশন কার্ডে নতুন সদস্য অন্তর্ভুক্ত করুন)

Pmayg New List 2024