Orunodoi 3.0 (অরুনোদই আবেদন আরম্ভ)

orunodoi,Orunodoi Apply ,orunodoi 2.0, orunodoi list,orunodoi district wise list orunodoi beneficiary status,orunodoi assam.gov.in,orunodoi new list 2023, orunodoi 3.0

 আসামে আবারো নতুন করে অরুনোদই স্কিম আবেদন আরম্ভ


নতুন করে 20 লাখ মহিলা  অরুনোদই স্কিম পাবে ।


পুরানো অরুনোদই স্কিমের নাম কর্তন


অরুণোদই স্কিমের টাকা লাভ করা মহিলারাও নতুন করে আবেদন করতে হবে



নতুন অরুনোদই স্কিম 3.0 আবেদন কবে থেকে আরম্ভ হবে এবং অরুনোদই স্কিম আবেদন করার জন্য কি কি নথি পত্রের প্রয়োজন হবে সম্পূর্ণ নিচে দেওয়া হল 👇


আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অরুনোদই স্কিম সম্পর্কে একটি বিশেষ মন্তব্য করেছেন। আসামের একটি বিশেষ স্কিমের নাম হল অরুনোদই স্কিম। এই স্কিম আসামের লাখ লাখ মহিলাদেরকে দেওয়া হয়েছে। এই স্কিমের দ্বারা প্রত্যেক মাসে মহিলাদেরকে 1250 টাকা করে একাউন্টে দেওয়া হয়।এই টাকা দ্বারা দরিদ্র মহিলারা সংসারের বিভিন্ন ছোট ছোট অভাব পূরণ করে।

 কিন্তু, বর্তমানেও আসামে অনেক দরিদ্র মহিলা আছে, যারা এই স্কিম পাওয়ার যোগ্য, উপযুক্ত নথিপত্র আছে। কিন্তু, এখন পর্যন্ত তারা এই স্কিম লাভ করতে পারেনি।

  অবশেষে আসামের মুখ্যমন্ত্রী য়ে ঘোষণা করেছেন যে অতি শীঘ্রই আবারও নতুন করে অরুনোদই স্কিম আবেদন আরম্ভ করা হবে।


অরুনোদই স্কিম  Apply Date:

আসামের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, যে সকল দরিদ্র মহিলারা এখন পর্যন্ত একটি Orunodoi Scheme পাইনি। যে সকল,মহিলারা,এই Orunodoi Scheme এর জন্য যোগ্য এবং উপযুক্ত নথিপত্র থাকা সত্ত্বেও যারা এই স্কিম থেকে বঞ্চিত হয়েছে তাদেরকে নতুন করে 20 লাখ মহিলাকে এই স্কিন দেওয়া হবে। আগামী 15 সেপ্টেম্বর তারিখ থেকে, এই মহিলারা Orunodoi Scheme এর জন্য আবেদন করতে পারবে।

orunodoi 3.0,new Orunodoi, orunodoi from, Orunodoi Scheme, Orunodoi Scheme apply


অরুণোদই স্কিম থেকে পুরোনো নাম কর্তন:

অরুনোদয় স্কিম থেকে পুরোনো মহিলাদের নাম কর্তন করা হবে বলে আসামের মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছেন। ইতিমধ্যে অরুনোদই স্কিম লাভ করা বা অরুনোদই স্কিমের টাকা পাওয়া অনেক মহিলার নাম এই স্কিম থেকে কর্তন করা হবে।


নাম কর্তনের কারন:

আমাদের অঞ্চলে এমন অনেক মহিলা আছে যারা এই স্কিমের জন্য যোগ্য নয়। তাদের আর্থিক অবস্থা উন্নত।বাড়িতে সরকারি চাকরি, ইন্ডিকা গাড়ি, ট্রাক্টর গাড়ি, ট্রাক গাড়ি থাকা সত্ত্বেও তারা অরুনোদয় স্কিম পেয়েছে। 

★এবং আমাদের অঞ্চলে এমনও কিছু মানুষ আছে, যারা এই স্কিম আবেদন করার সময় গরিব ছিলেন তাদের আর্থিক অবস্থা দুর্বল ছিলেন কিন্তু বর্তমান সময় তাদের আর্থিক অবস্থা উন্নত হয়েছে বাড়িতে সরকারি চাকরি হয়েছে আর্থিক অবস্থা উন্নত হয়েছে।এই মহিলাদের নাম কর্তন করা হবে।


পুরনো মহিলারাও এই স্কিমের জন্য আবেদন করতে হবে 

এবারের অরুনোদই স্কিমের আবেদনের প্রক্রিয়া ভিন্ন রকম হবে। নতুন এবং পুরাণ সবাই একসাথে অরুনোদই স্কিম এর জন্য আবেদন করতে হবে। যাদের আর্থিক অবস্থা উন্নত, যাদের বাড়িতে সরকারি চাকরি রয়েছে এবং ইন্ডিকা, ট্রাক, ট্রাক্টর রয়েছে, তাদের নাম এই স্কিন থেকে বাদ পড়বে‌ February মাস থেকে তাদের একাউন্টে Orunodoi স্কিমের টাকা বন্ধ হয়ে যাবে।তারা আর এই স্কিমের টাকা পাবেন না।


কি কি নথি পত্র লাগবে 

অরুণোদই স্কিম লাভ করার জন্য মাত্র তিনটি নথি পত্রর প্রয়োজন হবে।

1/ Aadhar Card 

2/ Ration Card 

3/ Bank Account 


এই তিনটি নথিপত্র থাকলেই, আপনার একটি অরুণোদয় স্কিমের জন্য আবেদন করতে পারবেন। কিন্তু আপনার Aadhar Card এর সঙ্গে আপনার Ration Card লিঙ্ক থাকতে হবে



এই রকম সরকারি খবর পাওয়ার জন্য 

আপনার মতামত কমেন্ট করে জানাবেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Ration Card Add Family Member. (রেশন কার্ডে নতুন সদস্য অন্তর্ভুক্ত করুন)

Pmayg New List 2024