Orunodoi (অতি শীঘ্রই বন্ধ হবে অরুণোদই স্কিম)

Orunodoi, orunodoi scheme, orunodoi scheme assam, online apply orunodoi,

অরুণোদই স্কিম বন্ধ করে দিবে আসাম সরকার।

এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে 27 লাখ মহিলাদের মধ্যে হাহাকার সৃষ্টি হয়েছে। যদিও খুব বেশি টাকা পাইনি এই স্কিমের দ্বারা তার পরেও সংসারের বিভিন্ন ছোট ছোট অভাব-অনটন পূরণ করতে সুবিধা হয়েছে গরিব দুঃখী পরিবার দের।

বিরোধী পার্টি ভারতীয় জাতীয় কংগ্রেসের কারণেই এই অরুণোদই স্কিম বন্ধ করে দেবে বলে হিমন্ত বিশ্ব শর্মা দেবে জানিয়েছেন

orunodoi,orunodoi scheme,orunodoi 3.0 online apply,orunodoi 3.0,orunodoi list 2024, orunodoi assam.gov.in 2024	,orunodoi apply online 2024,orunodoi asoni online apply 2024


অরুণোদই Scheme হলো 2020 এর 2 অক্টোবর তারিখে আসাম সরকারে আরম্ভ করা একটি Scheme

 

দরিদ্র সীমারেখার নিচে বসবাস করা আসামের লাখ লাখ মহিলারা এই স্কিমের সুবিধা পেয়েছে। প্রথম অবস্থা এই মহিলাদের ব্যাংক একাউন্টে প্রতি মাসে ৮৩০ টাকা করে দেওয়া হয়েছিল কিন্তু পরবর্তী সময় এর পরিমাণ বৃদ্ধি করে 1,200 টাকা করা হয়েছে।


 বর্তমান সময়ে 1,200 টাকা খুব একটি বেশি টাকা নয় যদিও, গরীব দুঃখী মানুষের জন্য এই টাকার দ্বারা ভালই উপকার হত। সংসারী বিভিন্ন কাজে এই টাকা কাজে আসতো।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে, অতি শীঘ্রই  প্রচলিত অরুণোদয় স্কিম বন্ধ হতে পারে।


অরুণোদই স্কিম বন্ধর কারণ

এই স্কিম বন্ধ করে দেওয়ার কারণ হিসাবে মুখ্যমন্ত্রী বলেছেন যে, যদি বিধানসভায় বিরোধী পার্টি কংগ্রেসে অরুনদয় স্কিম বন্ধ করে দেওয়ার দাবি উত্থাপন করে, তাহলে এই স্কিম বন্ধ করে দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বাস শর্মা ঘোষণা দিয়েছেন।তারপর সে এটাও বলেছেন যে, এই স্কিম বন্ধ করার সঙ্গে সঙ্গে লাখ লাখ দরিদ্র পরিবারের মাঝে হাহাকার সৃষ্টি হবে। 

 

নতুন নতুন খবর পাওয়ার জন্য কমেন্ট করুন 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Orunodoi 3.0 (অরুনোদই আবেদন আরম্ভ)

Ration Card Add Family Member. (রেশন কার্ডে নতুন সদস্য অন্তর্ভুক্ত করুন)

Pmayg New List 2024