Pmayg New List 2024
আবারো আসলোস সরকারি ঘরের নতুন তালিকা। সরকারি ঘরের এই নতুন তালিকায় 1,71,593 টি ঘর রয়েছে।
কিন্তু এই প্রধানমন্ত্রী আবাস যোজনা তালিকা থেকে অনেক মানুষের নাম বাদ পড়বে । কাদের কাদের নাম এই তালিকা থেকে বাদ পড়বে, সম্পূর্ণ জানার জন্য নিচে দেখুন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ভারত বর্ষের বিভিন্ন রাজ্যে সরকারি ঘরের নতুন তালিকা প্রকাশ করার সাথে সাথে আসামেও সরকারি ঘরের নতুন তালিকা প্রকাশ করেছে।এই তালিকয় 1,71,593 টি ঘর লাভ করবে দরিদ্র সীমারেখার নিচে বসবাস করা লোকে।
পঞ্চায়ত এবং গ্রাম উন্নয়ন মন্ত্রীয়ে বলেন যে বিগত দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসামে সর্বমোট 20,51,884 টি প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা প্রকাশ করেছিলেন। ইতিমধ্যে এই তালিকা থেকে 19,17,441 টি ঘর সম্পূর্ণ হয়েছে।
বাকি থাকা ঘরগুলো, অতি শীঘ্রই সম্পূর্ণ হয়ে উঠবে। খুব সম্ভব 30 সেপ্টেম্বর তারিখের ভিতরে সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান।
পঞ্চায়ত উন্নয়ন মন্ত্রী এবং পঞ্চায়েতের অন্যান্য কার্যকর্তার কষ্ট এবং পরিশ্রমের ফলে, অতি কম সময়ের ভিতরে এতগুলো ঘর সম্পূর্ণ হয়েছে বলে জানান। এই রকম কাজের পারফরম্যান্স এবং মুখ্যমন্ত্রীর কার্যদক্ষতার উপর সন্তুষ্ট হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ আবারো নতুন করে 1,71,593 টি প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রদান করেছে।
প্রধানমন্ত্রী আবাস যোজনা তালিকা থেকে কার কার নাম বাদ পড়বে:
পঞ্চাত এবং গ্রাম উন্নয়নমন্ত্রী স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন। বিশেষ করে প্রত্যেক জেলার বিধায়ক কে অনুরোধ করেছেন, যে সকল মানুষ এই ঘরের জন্য উপযুক্ত নয়, এবং যে সকল মানুষের বাড়িতে একটি পাকা ঘর আছে,যারা ইতিমধ্যে একটি সরকারি আবাস লাভ করেছে তাদের নাম এই তালিকা থেকে বাদ দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।
PMGAY District List
প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা থেকে কোন District কয়টি ঘর পেয়েছে
বজালি 901 টি ঘর
বাকচা 4990 টি ঘর
বারপেটা 3720 টি ঘর
বিশ্ব নাথ 9358 টি ঘর
বাঙাই গাঁও 9022 টি ঘর
কাচার 3888 টি ঘর
চরাইদেও 536 টি ঘর
চিরাং 2598 টি ঘর
দরং 2245 টি ঘর
ধেমাজি 20276 টি ঘর
ধুবুরি 3116 টি ঘর
ডিব্ৰুগড় গড় 1546 টি ঘর
ডিমাহাচাও 6230 টি ঘর
গোয়াল পারা 4684 টি ঘর
গোলাঘাট 4778 টি ঘর
হাহিলাকান্দি 5278 টি ঘর
হোজাই 3403 টি ঘর
যোরহাট 1835 টি ঘর
কামরূপ 5756 টি ঘর
কামরূপ মেট্র 1145 টি ঘর
কার্বি আলং 19286 টি ঘর
করিমগঞ্জ 4245 টি ঘর
কোঁকড়া যার 5136 টি ঘর
লখিম পুর 9845 টি ঘর
মাজুলি 4659 টি ঘর
মরিগাও 5392 টি ঘর
নগাঁও 6498 টি ঘর
নলবাড়ি 1884 টি ঘর
শিবসাগর 2471 টি ঘর
শনিতপুর 3692 টি ঘর
দক্ষিণ শালমারা 1113 টি ঘর
তামূল পুর 2794 টি ঘর
তিনিচুকিয়া 2843 টি ঘর
ওদালগুরি 4171 টি ঘর এবং
ওয়েস্ট কার্বি আলং 10850 টি ঘর রয়েছে।
আপনার যেকোনো সমস্যার জন্য কমেন্ট করে জানাবেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন