আবারো আসলো স স রকারি ঘরের নতুন তালিকা। সরকারি ঘরের এই নতুন তালিকায় 1,71,593 টি ঘর রয়েছে। কিন্তু এই প্রধানমন্ত্রী আবাস যোজনা তালিকা থেকে অনেক মানুষের নাম বাদ পড়বে । কাদের কাদের নাম এই তালিকা থেকে বাদ পড়বে, সম্পূর্ণ জানার জন্য নিচে দেখুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ভারত বর্ষের বিভিন্ন রাজ্যে সরকারি ঘরের নতুন তালিকা প্রকাশ করার সাথে সাথে আসামেও সরকারি ঘরের নতুন তালিকা প্রকাশ করেছে।এই তালিকয় 1,71,593 টি ঘর লাভ করবে দরিদ্র সীমারেখার নিচে বসবাস করা লোকে। পঞ্চায়ত এবং গ্রাম উন্নয়ন মন্ত্রীয়ে বলেন যে বিগত দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসামে সর্বমোট 20,51,884 টি প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা প্রকাশ করেছিলেন। ইতিমধ্যে এই তালিকা থেকে 19,17,441 টি ঘর সম্পূর্ণ হয়েছে। বাকি থাকা ঘরগুলো, অতি শীঘ্রই সম্পূর্ণ হয়ে উঠবে। খুব সম্ভব 30 সেপ্টেম্বর তারিখের ভিতরে সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান। পঞ্চায়ত উন্নয়ন মন্ত্রী এবং পঞ্চায়েতের অন্যান্য কার্যকর্তার কষ্ট এবং পরিশ্রমের ফলে, অতি কম সময়ের ভিতরে এতগুলো ঘর সম্পূর্ণ হয়েছে বলে জানান। এই রকম কাজের পারফরম্যান্স এবং মুখ্যমন্...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন