পোস্টগুলি

Orunodoi 3.0 (অরুনোদই আবেদন আরম্ভ)

ছবি
  ★ আসামে আবারো নতুন করে অরুনোদই স্কিম আবেদন আরম্ভ ★ নতুন করে 20 লাখ মহিলা  অরুনোদই স্কিম পাবে । ★ পুরানো অরুনোদই স্কিমের নাম কর্তন । ★ অরুণোদই স্কিমের টাকা লাভ করা মহিলারাও নতুন করে আবেদন করতে হবে । নতুন অরুনোদই স্কিম 3.0 আবেদন কবে থেকে আরম্ভ হবে এবং অরুনোদই স্কিম আবেদন করার জন্য কি কি নথি পত্রের প্রয়োজন হবে সম্পূর্ণ নিচে দেওয়া হল 👇 আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অরুনোদই স্কিম সম্পর্কে একটি বিশেষ মন্তব্য করেছেন। আসামের একটি বিশেষ স্কিমের নাম হল অরুনোদই স্কিম। এই স্কিম আসামের লাখ লাখ মহিলাদেরকে দেওয়া হয়েছে। এই স্কিমের দ্বারা প্রত্যেক মাসে মহিলাদেরকে 1250 টাকা করে একাউন্টে দেওয়া হয়।এই টাকা দ্বারা দরিদ্র মহিলারা সংসারের বিভিন্ন ছোট ছোট অভাব পূরণ করে।  কিন্তু, বর্তমানেও আসামে অনেক দরিদ্র মহিলা আছে, যারা এই স্কিম পাওয়ার যোগ্য, উপযুক্ত নথিপত্র আছে। কিন্তু, এখন পর্যন্ত তারা এই স্কিম লাভ করতে পারেনি।   অবশেষে আসামের মুখ্যমন্ত্রী য়ে ঘোষণা করেছেন যে অতি শীঘ্রই আবারও নতুন করে অরুনোদই স্কিম আবেদন আরম্ভ করা হবে। ★ অরুনোদই স্কিম  Apply Date: আসামের মুখ...

Vivo T2pro Mobile Discount Offer.

ছবি
  Vivo T2pro মোবাইলটিতে 2,000 টাকার অফার রয়েছে। Vivo মোবাইলের গ্ৰাহকদের জন্য সুখবর। Vivo T2pro 5g মোবাইলটি কিনলে 2,000 টাকা ডিসকাউন্ট পাবেন । এই মোবাইলটি কিভাবে কিনলে 2,000 টাকার অফার বা ডিসকাউন্ট পাবেন এবং এই মোবাইলটিতে কি কি ফিচার রয়েছে বা এই মোবাইলের গুনগত মান কিরকম, সম্পূর্ণ ফিচার নিচে দেওয়া হল। Vivo T2pro মোবাইলটিতে গেমিং এর জন্য ও  ভালো ফিচার দেওয়া হয়েছে। Vivo T2pro এই মোবাইলটি আপনারা গেম খেলার জন্য ব্যবহার করতে পারেন। এই মোবাইলটি গেম খেলার পর গরম হবেনা। কারণ, Vivo T2pro মোবাইলটিতে 3000 মিলিমিটারের চৌকো আকৃতির একটি Vapour Chamber Liquid Cooling System রয়েছে। এই System র দ্বারা গেম খেলার সময় যদি মোবাইলটি গরম হয়, তাহলে এই গরম তাপ বাহির করে দিবে। ফলে মোবাইলটি গরম হবে না। ভিভো টি2 প্রো 5জি মোবাইলের Offer এবং বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন নিচে দেওয়া হল 👇 Desplay : ভিভো টি2 প্রো 5জি মোবাইলটিতে ডুয়েল সিম কার্ড ব্যবহারের সুবিধা রয়েছে। এই মোবাইলের ডিভাইস পরিচালিত হয় এন্ড্রয়েড 13 বেস্ট Funtouch OS এর সাহার্যে। এই মোবাইলটিতে 6.78 ইঞ্চির ফুল এইচডি প্লাস যুক্ত AMOLED De...

E Shram Card Benefit (ই-শ্রম কার্ড থাকলে 2 লাখ টাকা পাবেন)

ছবি
ই শ্রম কার্ড থাকলে আপনার জন্য সুখবর  প্রত্যেক জন মানুষকে কেন্দ্রীয় সরকার ফ্রিতে বিমা প্রদান করবে। এই বিমার দ্বারা 1 লাখ টাকা থেকে আপনি 2 লাখ টাকা পর্যন্ত পাবেন। যদি আপনি এক জন শ্রমিক। যদি আপনি হাজিরা-মজুরি করে সংসার চালান এবং এখন পর্যন্ত যদি আপনি ই শ্রম কার্ডের (e-Sharm Card) জন্য আবেদন করেন নাই, তাহলে আপনি অতি শীঘ্রই ই শ্রম কার্ডের জন্য আবেদন  করুন। কারণ কেন্দ্রীয় সরকার ই শ্রম কার্ড থাকা প্রত্যেক জন মানুষকে সরকারি বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দেবে। অতি শীঘ্রই ই-শ্রম কার্ড আবেদন করুন। ই-শ্রম কার্ড কি? ই-শ্রম কার্ড হলো ব্যক্তিগত খন্ডে কাম করা শ্রমিকদেরকে কেন্দ্রীয় সরকার ই-শ্রম কার্ড প্রদান করেছিল। এই কার্ডে শ্রমিকদের সম্পূর্ণ তথ্য দেওয়া থাকে। এই কার্ডের উপরে 12 অংকের একটি নাম্বার দেওয়া থাকে যে রকম নাম্বার আধার কার্ডে দেওয়া থাকে, সেই রকম। ই-শ্রম কার্ড থাকলে 2 লাখ টাকার বিমা পাবেন Free ইতিমধ্যে 15 কোটি মানুষ ই-শ্রম কার্ড (e-Sharm Card) লাভ করেছে। এই কার্ডের দ্বারা শ্রমিকরা বিভিন্ন ধরনের সরকারি সুবিধা লাভ করবে। কিন্তু এই কার্ডের একটি গুরুত্বপূর্ণ সুবিধা হল যে সকল মানুষে বা শ্র...

Atal pension Yojana (শ্রমিকরা পাবে 5 হাজার করে পেনশন)

ছবি
  অটল পেনশন যোজনায় প্রতি মাসে 5 হাজার টাকা পাবেন। শ্রমিকদের জন্য এই যোজনা। দৈনিক 7 টাকা  বিনিয়োগ করে 5,000 টাকা পাবেন  অটল পেনশন যোজনা: ভারতীয় শ্রমিকরা বুড়ো বয়সে কিভাবে সংসার চালাবে তার জন্য কেন্দ্রীয় সরকারে একটি যোজনা নিয়ে এসেছে,যার নাম হলো অটল পেনশন যোজনা। হাজিরা কাম করা ভারতীয় শ্রমিকরা সর্বদা চিন্তা করে। বুড়ো বয়সে কিভাবে সংসার চালাবে? ভারতীয় শ্রমিকদের এই সমস্যা সমাধান করতে বিভিন্ন ধরনের যোজনা আরম্ভ করেছে কেন্দ্রীয় সরকার। তার মধ্যে অন্যতম হলো অটল পেনশন যোজনা। এই অটল পেনশন যোজনার দ্বারা প্রতি মাসে 5,000 টাকা থেকে, 10,000 টাকা পর্যন্ত পাওয়া যায়, অল্প কিছু টাকা বিনিয়োগ করলে। কিভাবে আবেদন করবেন, সম্পূর্ণ প্রসেস এখানে জেনে নিন। বুড়ো বয়সে কিভাবে সংসার চালাবে তা নিয়ে চিন্তায় থাকে গরিব দুঃখী শ্রমিকরা। তাৰ জন্য কেন্দ্রীয় সরকারে প্রধানমন্ত্রী অটল পেনশন যোজনা নিয়ে এসেছে। মাসিক অল্প কিছু টাকা জমা করে প্রতি মাসে 5,000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত পাওয়া যায় । কিন্তু এই টাকা আপনার 60 বছর হোয়ার পর পাবেন। অটল পেনশন যোজনা 40 বয়সী পর্যন্ত লোক আবেদন করতে পারবেন। ...

Orunodoi (অতি শীঘ্রই বন্ধ হবে অরুণোদই স্কিম)

ছবি
অরুণোদই স্কিম বন্ধ করে দিবে আসাম সরকার। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে 27 লাখ মহিলাদের মধ্যে হাহাকার সৃষ্টি হয়েছে। যদিও খুব বেশি টাকা পাইনি এই স্কিমের দ্বারা তার পরেও সংসারের বিভিন্ন ছোট ছোট অভাব-অনটন পূরণ করতে সুবিধা হয়েছে গরিব দুঃখী পরিবার দের। বিরোধী পার্টি ভারতীয় জাতীয় কংগ্রেসের কারণেই এই অরুণোদই স্কিম বন্ধ করে দেবে বলে হিমন্ত বিশ্ব শর্মা দেবে জানিয়েছেন অরুণোদই Scheme হলো 2020 এর 2 অক্টোবর তারিখে আসাম সরকারে আরম্ভ করা একটি Scheme   দরিদ্র সীমারেখার নিচে বসবাস করা আসামের লাখ লাখ মহিলারা এই স্কিমের সুবিধা পেয়েছে। প্রথম অবস্থা এই মহিলাদের ব্যাংক একাউন্টে প্রতি মাসে ৮৩০ টাকা করে দেওয়া হয়েছিল কিন্তু পরবর্তী সময় এর পরিমাণ বৃদ্ধি করে 1,200 টাকা করা হয়েছে।  বর্তমান সময়ে 1,200 টাকা খুব একটি বেশি টাকা নয় যদিও, গরীব দুঃখী মানুষের জন্য এই টাকার দ্বারা ভালই উপকার হত। সংসারী বিভিন্ন কাজে এই টাকা কাজে আসতো। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে, অতি শীঘ্রই  প্রচলিত অরুণোদয় স্কিম বন্ধ হতে পারে। অরুণোদই স্কিম বন্ধর কারণ এই স্কিম বন্ধ করে দেওয়ার কারণ হিসাবে মুখ্যম...

আয়ুষ্মান কার্ড না থাকলেও, ফ্রিতে চিকিৎসা পাবেন।

ছবি
  দরিদ্র সীমারেখার তলে বসবাস করা, প্রত্যেক জন মানুষে ফ্রিতে চিকিৎসা সেবা লাভ করবে। এই কথা ঘোষণা করলেন আসামের মুখ্যমন্ত্রী বর্তমান সময় হঠাৎ করে কিছু দিন থেকে প্রাইভেট হাসপাতাল গুলোতে আয়ুষ্মান কার্ড বন্ধ করে দিয়েছে। গরিব মানুষের জন্য চিকিৎসার ক্ষেত্রে আয়ুষ্মান কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিন্তু আসাম সরকারে প্রাইভেট হাসপাতাল গুলোতে আয়ুষ্মান কার্ড বন্ধ করে দিয়েছে। আয়ুষ্মান কার্ড বন্ধ হওয়ার ফলে  গরিব মানুষ প্রাইভেট হাসপাতাল থেকে চিকিৎসা না পেয়ে,মুখ ফিরিয়ে চলে আসতাছে । কারণ, প্রাইভেট হাসপাতলে চিকিৎসা করতে অনেক টাকার প্রয়োজন হয়, যে টাকা গরিব মানুষের জন্য অসম্ভব। কেবলমাত্র সরকারি হাসপাতালগুলোতে আয়ুষ্মান কার্ড কার্যকরী  হবে। কিন্তু সরকারি হাসপাতালগুলোতে উন্নত চিকিৎসক, উন্নত চিকিৎসার যন্ত্রপাতি না থাকার জন্য সাধারণ জনসাধারণ নিজস্ব সম্পত্তি বিক্রি করে প্রাইভেট হাসপাতালগুলোতে গিয়ে চিকিৎসার জন্য হাহাকার করছে। কিন্তু কিছু দিন আগে, একটি মিটিং এ আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন যে, যে সকল মানুষের আয়ুষ্মান কার্ড এবং আয়ুষ্মান আসাম কার্ড থাকবে, সেই সকল ম...

symphony air cooler

ছবি
গরম কাল থেকে বাঁচতে আপনি কম দামে একটি ভালো Air Cooler কিনতে পারেন। ACর মতোই ঠান্ডা দিবে এই Air Cooler  Buy Know 👇  বর্তমান সময়ে গরমের তাপ এতোটাই বেশি যে, ফ্যানের বাতাসটাও গরম লাগে। এখন আর ফ্যানের বাতাসে শরীর ঠান্ডা হচ্ছে না। এমন সময় একটি AC-র কথা অনুভব হয়। কিন্তু আপনার যদি AC কেনার জন্য ক্ষমতা না থাকে, তাহলে আপনি কি করবেন? এই সময়ে আপনি গরমের উত্তাপ থেকে বাঁচার জন্য 5,000 টাকার মধ্যে একটি Cooler কিনতে পারেন । এই Cooler এ আপনাকে AC-র মতোই ঠান্ডা বাতাস দিবে। আপনাকে যে Cooler এর কথা বলতে চাই, সেই Cooler এর নাম হলো Symphony Ninja XL Personal 17L Air Cooler  আপনি যদি একটি AC কেনার কথা ভাবছেন। কিন্তু আপনার টাকা নেই। তাহলে আপনি Symphony Ninja XL Personal 17L Air Cooler কিনতে পারেন। আপনাকে AC-র মতোই ঠান্ডা বাতাস দিবে, এবং কম দামেও আপনি এই Cooler টি কিনতে পারবেন। Symphony Air Cooler : Air Cooler এর কথা মনে করলেই Symphony কম্পানির কথা মনে আসে। এই Air Cooler টির ওজন মাত্র 9 কেজি।এক রুম থেকে অন্য রুমে খুব সহজেই নিতে পারবেন।থার্মোপ্লাস্টিক মেটেরিয়াল দিয়ে এই Air Cooler টি তৈরি কর...